Indian family কে \'গিলে\' নিল ওমানের সমুদ্র, \'রাক্ষুসে\' ঢেউ কাড়ল ৩ প্রাণ
2022-08-24 2
সমুদ্র যেন গিলে নিল ৩ জনকে। এক নিমেষে স্বামী, সন্তানদের হারিয়ে শোকে স্তব্ধ স্ত্রী। মহারাষ্ট্রের সাংলির বাসিন্দা শশীকান্ত কর্মসূত্রে বেশ কয়েক বছর দুবাইবাসী। সম্প্রতি শশীকান্ত নিজের পরিবারের সঙ্গে ওমানে যান। ওমানে গিয়েই ঘটে অঘটন।